শাসকের দ্বন্দ্ব : জেলা সভাপতির নামে সমালোচনার জেরে যুব সভাপতিকে শো কজ

18th October 2020 11:09 pm বাঁকুড়া
শাসকের দ্বন্দ্ব : জেলা সভাপতির নামে সমালোচনার জেরে যুব সভাপতিকে শো কজ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ১৫ অক্টোবর রানিবাঁধ এর সভাতে তৃণমূলের জেলা যুব সহ-সভাপতি বাঁকুড়া জেলার সভাপতি শ্যামল সাঁতরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় তার পরিপ্রেক্ষিতেই আজ বাঁকুড়া জেলার তৃণমূলের চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল একটি প্রেস কনফারেন্স ডেকে জেলার যুব সহ-সভাপতি বিদ্যুৎ দাস কে শোকজ করলেন। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করলে বিদ্যুৎ দাস বলেন এখনো শোকজ লেটার তিনি পাননি পেলে উত্তর দেবেন।এই বিষয়ে বিজেপির জেলা সহ-সভাপতি শ্যামল সরকার তিনি জানানএগুলো তৃণমূলের নাটক বাজি এর আগেও কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক কিছু বলেছে তাও তাকে দলের মুখপাত্র করা হয়েছে এগুলো অন্য কিছু নয় এগুলো নাটক।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।